স্পোর্টস ডেস্ক : গত ২৫ জুলাই জাপানের ওসাকায় প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল পিএসজি ও আল-নাসর। সেই ম্যাচটিই দেখতে গিয়েছিলেন নাগাসাকির গভর্নর কেঙ্গো ঐশি। সম্প্রতি জানা গেছে, তিনি খেলা দেখতে গিয়েছিলেন সরকারি টাকা খরচ করে। এমনকি সরকারি একটি বৈঠকে যোগ না দিয়ে তিনি চলে যান স্টেডিয়ামে।
সবমিলিয়ে এমন ঘটনা সামনে আসার পরে নাগাসাকির বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে তার পদত্যাগ চেয়েছেন। তাতে যেন মহাবিপদে পড়েছেন এই গভর্নর। এমন সময়ে কেউ কেউ তার পাশেও দাঁড়িয়েছেন। কেঙ্গো ঐশি জানিয়েছেন, রোনালদোকে একটি প্রচরণামূলক কাজে লাগানোর জন্য ওসাকার ইয়ানমার স্টেডিয়ামে গিয়েছিলেন। সেখানে পর্তুগিজ তারকার লোকজনের সঙ্গে কথা বলাই তার উদ্দেশ্য ছিল। তবে কেউ কেউ দাবি করছেন, কারও সঙ্গে গভর্নর ঐশির কথা হয়নি।
কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০০