মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার উদ্যোগে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচীতে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।রাইট হেয়ার রাইট নাউ প্রকল্প (আরএইচস্টেপ) সিলেট এর আয়োজনে সিলেট শহরের বিভিন্ন এলাকায় জেন্ডার ভিত্তিক সহিংসতা পতিরোধে জনসচেতনার লক্ষ্যে পথ নাটক ও ক্যাম্পেইন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রদীপ কুমার বিশ্বাস, জুনিয়র ইয়থ অফিসার, মো. আলামিন, ইয়থ এ্যাডভোকেট মাহফুজ আলম, ইয়থ এ্যাডভোকেট মাহবুবা আক্তার মনি, ইয়থ এ্যাডভোকেট মো. খেলু আহমেদ জাবেদ সহ আলোর ধারা পাঠশালার সদস্যবৃন্দ। পথ নাটক পরিবেশনায় ছিল দেশ থিয়েটার সিলেট এর সদস্যবৃন্দ। আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার উদ্যোগে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচীতে পথ নাটক পরিবেশন করছেন সদস্যবৃন্দ.আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার উদ্যোগে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচীতে গান পরিবেশন করছেন সদস্যবৃন্দ্।
কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:১৮