ডেস্কনিউজঃ প্রথম দিন শেষেই রহস্য দানা বেধেছে মিরপুর টেস্টে। ছড়াতে শুরু পুরোদমে উত্তেজনা। প্রথম দিনেই পতন হয়েছে ১৫ উইকেট। বাংলাদেশের মাটিতে কোনো টেস্টের প্রথম দিনে যা সর্বোচ্চ। এবার দ্বিতীয় দিনের পালা। জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে দিনটা।
টেস্ট ক্রিকেটে দিনপতি নির্ধারিত করা আছে ৯০ ওভার। সেখানে ১১ ওভার পিছিয়ে মিরপুর টেস্ট। সমন্বয় আনতে তাই দ্বিতীয় দিন ১৫ মিনিট আগে খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছে ম্যাচ অফিশিয়ালরা। ফলে দ্বিতীয় দিন (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টার পরিবর্তে বল মাঠে গড়ানোর কথা ছিল সোয়া ৯টায়।
তবে বৃষ্টি কারণে এখনো মাঠে গড়ায়নি খেলা। সরানো হয়নি মাঠের কভারও। নির্ধারিত সময়ে ২৫ মিনিট পেরিয়ে গেলেও জানা যায়নি ঠিক কখন শুরু হবে খেলা। ফলে অপেক্ষা বাড়ছে সমর্থকদের।
এর আগে, বুধবার প্রথম দিন মিরপুরে আগে ব্যাট করতে নেমে ৬৬.২ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে খেই হারায় নিউজিল্যান্ডও, আলোক স্বল্পতার কারণে ১২.৪ ওভারে ৫ উইকেটে ৫৬ রান তুলতেই ছাড়তে হয় মাঠ। সব মিলিয়ে এদিন খেলা হয় ৭৯ ওভার।
কিউএনবি/বিপুল/০৭.১২.২০২৩/ সকাল ১০.৩০