স্পোর্টস ডেস্ক : গত ২১ থেকে ২৫ নভেম্বর মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল টেনিস সেন্টারে অনুষ্ঠিত হয় চারদেশীয় আন্তর্জাতিক জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেনিস চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের মোট ১২৫ জন ক্রীড়াবিদ এই টুর্নামেন্টে অংশ নেন।
মালদ্বীপের টেনিস অ্যাসোসিয়েশন (টিএএম) ও ধীরাগুর যৌথ আয়োজনে টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মোট ছয়জন (তিনজন ছেলে ও তিনজন মেয়ে) বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। এর মধ্যে অনূর্ধ্ব-১৪ মেয়ে দলের সিঙ্গেল রানার্সআপ এবং ডাবল চ্যাম্পিয়ন হয়েছেন হালিমা জাহান। অনূর্ধ্ব-১৬ মেয়ে দলের রানার্সআপ হয়েছেন সুবর্ণা খাতুন। অনূর্ধ্ব-১৬ ছেলেদের রানার্সআপ তানভীর মন তুষার এবং অনূর্ধ্ব-১৪ ইভেন্টে কাব্য গায়ের পুরস্কৃত হয়েছেন।
২৫ নভেম্বর রাত সাড়ে ১১টায় পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ যোগ দিয়ে বলেন, এমন একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য ও মালদ্বীপের টেনিস অ্যাসোসিয়েশনের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা খুবই আনন্দিত। প্রতিযোগিতাটি জুনিয়র টেনিস খেলোয়াড়দের জন্য। এরাই আমাদের এশিয়ান অঞ্চলের ভবিষ্যত টেনিস তারকা। আমাদের খুদে টেনিস তারকারা আগামীতে আরও ভালো করবে, এই প্রত্যাশা করি।মালদ্বীপের ধীরাগুর ব্র্যান্ড এবং মার্কেটিং কমিউনিকেশনের পরিচালক মোহাম্মদ মিরশান হাসান বাংলাদেশের প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশের জুনিয়র টেনিস খেলোয়াড়রা খুবই ভালো খেলেছে।’ এছাড়া তিনি আরও বলেন, ‘এই টুর্নামেন্ট স্থানীয় খেলোয়াড়দের ক্ষমতায়ন করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের প্রতিভা প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।’
অনুষ্ঠানে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ দিকে টুর্নামেন্টে কোচ হিসেবে খেলোয়াড়দের সঙ্গে ছিলেন বিকেএসপির তসলিমা খাতুন এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের বিগ্রেডিয়ার আনোয়ার সাদাত আবু মোহাম্মদ ফুয়াদ।
কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:১৫