ডেস্ক নিউজ : ভুয়া প্রোফাইল থেকে সতর্ক থাকার পরামর্শ দিল ঢাকার মার্কিন দূতাবাস। বুধবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই সতর্ক করা হয়।
সতর্কবার্তায় বলা হয়, “সাইবার প্রতারকদের মুখোশ উন্মোচ; ঢাকার মার্কিন দূতাবাসের ভুয়া প্রোফাইল থেকে সাবধান। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারকদের এসব প্রোফাইলের ব্যাপারে সতর্ক থাকুন! তাদের দেখে আসল মনে হতে পারে, কিন্তু তারা আর্কটিক মহাসাগরে সূর্যমুখী ফুলের চেয়েও বেশি নকল।
মার্কিন দূতাবাসের নকল কোনো প্রোফাইল নজরে পড়লে ফলোয়ারদের উদ্দেশে দূতাবাস বলছে, ভুয়া কোনো প্রোফাইল দেখলে কোনো ব্যক্তিগত তথ্য দেবেন না। কোনোরকম অর্থ প্রদানের আলাপেও যাবেন না। সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে প্রোফাইলটি রিপোর্ট করুন।”
কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৩/দুপুর ১২:৩৮





















