স্পোর্টস ডেস্ক : ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখে রাজত্ব করে আসছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। বল আর ব্যাট দুই জায়গাতেই নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে থাকেন প্রতিনিয়ত। দেশের ও আন্তর্জাতিক পর্যায়ে বল এবং ব্যাট হাতে তার রয়েছে অসংখ্য রেকর্ড।
তাহিরকে ছাড়িয়ে গেলেও শীর্ষে থাকা মুত্তিয়া মুরালিধরনকে তিনি স্পর্শ করতে পারবেন কিনা- এখানেই প্রশ্ন। শ্রীলংকার এই কিংবদন্তি ৪০ ম্যাচে ৬৮ উইকেট নিয়ে শীর্ষে আছেন। এই স্পিনারকে স্পর্শ করতে হলে আরও ২৫ উইকেট প্রয়োজন সাকিবের। সেটি করতে হলে আরও অন্তত দুটি বিশ্বকাপ খেলতে হবে।
সাকিবের বয়স এখন ৩৬। ধরে নেওয়া হচ্ছে- এটিই বাংলাদেশের অধিনায়কের শেষ বিশ্বকাপ। হাতে ম্যাচ পাচ্ছেন আর একটি। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই মুরালিধরনের সঙ্গে উইকেট সংখ্যার ব্যবধান আরেকটু কমিয়ে নেওয়ার সুযোগ পাবেন।
কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৩,/রাত ৯:০০