স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে মিশন শুরু করে বাংলাদেশ। এরপর টানা ৬ ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে হেরে সবার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় টাইগাররা।
রোববার শ্রীলংকার বিপক্ষে ম্যাচের আগে দিল্লিতে সংবাদ সম্মেলনে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সুজনের মন্তব্য নিয়ে বলেন, আমি তার সাক্ষাতকার দেখেছি কিন্তু আমার মনে হয় এসব বিষয় তিনি কারো সঙ্গে আলোচনা করেননি। কাজেই আমি প্রথম এসব মিডিয়ায় দেখলাম। আমি এই বিষয়ে কোন মন্তব্য করছি না কারণ আমি আগে এটা শুনিনি।
কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫০