বিনোদন ডেস্ক : ফেসবুকে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, ইট পাটকেলের মাঝে মাটিতে লুটিয়ে পড়ে আছেন পুলিশ সদস্য।
অন্যটিতে দেখা যায়, মাটিতে লুটিয়ে পড়া পুলিশ সদস্যকে ঘিরে রয়েছেন কয়েকজন মানুষ। তাদের কারও হাতে লাঠি, কারও মুখে মাস্ক, কারও মুখে গামছা পেচানো।
এই ছবি দুটো দিয়ে ক্যাপশনে মাহি লিখেছেন, ‘বুক কেঁপে উঠল’।
জানা গেল দেশে পরিস্থিতি নিয়ে ভয় পাচ্ছেন মাহি। তাই অন্য আর একটি পোস্টে তিনি লিখেছেন, ‘আমার অনেক ভয় লাগতেছে কেন?’
প্রতিবেদনটি লেখার ১২ ঘন্টা আগে নায়িকার আর একটি পোস্ট দেখা যায়, তাতে তিনি লিখেছেন, ‘ডিবির ড্রেস পরে বাসে আগুন দেয়া ওই যুবক হলেন রবিউল ইসলাম নয়ন। তিনি যুবদল ঢাকা দক্ষিণের সদস্য সচিব।’
উল্লেখ্য, সবশেষ ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় কাজ করার কথা ছিল মাহির। এ সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের কথা ছিল তার। তবে কিছু বিরোধের জেরে আপাতত শুটিং স্থগিত রয়েছে।
কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৩৩