স্পোর্টস ডেস্ক : ৩০ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই ৫ উইকেট নিয়েছে স্পিনার আরিফ আহমেদ। ঢাকা মেট্রোর হয়ে এই বাহাতি স্পিনার জাতীয় ক্রিকেট লিগে ৫ উইকেট নিয়ে সিলেটকে ১১৬ রানেই থামিয়ে দেন। ঢাকা মেট্রো ম্যাচ জেতে ৮৮ রানে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে ২০৫ রানের জয়ের জন্য খেলছিল স্বাগতিকরা। আবু হায়দার রনি ও শহিদুল ইসলামের পেস তোপে ২ রানের মধ্যেই তিন উইকেট হারায় সিলেট। এরপর আরিফের ঘূর্ণির কবলে পড়ে তারা। ১৯ ওভার বল করে ৫টি উইকেট তুলে নেন তিনি। ৩০ বছর বয়সী আরিফ প্রথম ইনিংসেও ২ উইকেটে নিয়েছিলেন। টেস্ট খেলা আবু হায়দার রনি দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ৩৪ ও ১৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচসেরার হয়েছেন।
অন্য ম্যাচগুলোয় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রংপুরকে ২৩ রানে হারিয়েছে ঢাকা বিভাগ। ঘরের মাঠে বরিশালের বিপক্ষে ৮৭ রানের জয় পেয়েছে চট্টগ্রাম। রাজশাহীতে স্বাগতিকদের ৪০০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে খুলনা প্রথম রাউন্ডে সেঞ্চুরি পেয়েছেন তিন জন- ঢাকা মেট্রোর রনি তালুকদার, খুলনার মোহাম্মদ মিথুন ও সিলেটের জাকির হাসান। ১৯ অক্টোবর থেকে শুরু জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে ঢাকা মেট্রো খেলবে রাজশাহীর বিপক্ষে। সিলেটের প্রতিপক্ষ ঢাকা ডিভিশন।
কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/রাত ৯:০৩