স্পোর্টস ডেস্ক : গেল মাসে হওয়া এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে দারুণ সেঞ্চুরির পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলেন তিন অঙ্কের ইনিংস। তাতে আইসিসি ‘প্লেয়ার অব দা মান্থ’ স্বীকৃতি পেলেন শুবমান গিল।
দ্বিতীয়বারের মতো মাসসেরা খেলোয়াড় হলেন ভারতীয় এই ওপেনার। আর নারী ক্রিকেটে প্রথমবার এই স্বীকৃতি পেয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু।
চলতি বছরের জানুয়ারিতে প্রথমবার মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন গিল। এবার স্বদেশি মোহাম্মদ সিরাজ ও ইংল্যান্ডের ডাভিড মালানকে পেছনে ফেললেন তিনি।
সেপ্টেম্বরে খেলা ৮ ম্যাচে ৪৮০ রান করেন গিল। ভারতে চলমান বিশ্বকাপে এখনও মাঠে নামা হয়নি গিলের। ডেঙ্গু আক্রান্ত ছিলেন তিনি। তবে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে তার মাঠে নামার জোড় সম্ভাবনা আছে।
কিউএনবি/অনিমা/১৩.১০.২০২৩/রাত ১১:১৪