স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার দেয়া ৩৪৫ রানের লক্ষ্য তাড়ায় দারুণ একটি সেঞ্চুরি তুলে নিয়েছেন আবদুল্লাহ শফিক। নিয়মিত ওপেনার ফখর জামানের পরিবর্তে আজকের ম্যাচে একাদশে সুযোগ দেয়া হয় তাকে। দলের আস্থার প্রতিদান কড়ায় গণ্ডায় পুষিয়ে দিলেন এই সেঞ্চুরিতে।
৯৭ বলে চার মেরে সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান শফিক। ইনিংসে ৮টি চার ও ৩টি ছক্কা রয়েছে তার। এটি তার ৫ম ওয়ানডে ম্যাচ। আগের চার ম্যাচে তার সংগ্রহ ছিল মাত্র ৮০ রান। ৩৭ রানে ২ উইকেট হারিয়ে বসা পাকিস্তান দলের হাল ধরেন শফিক-রিজওয়ান। এ জুটি এরই মধ্যে ১৫০ রান যোগ করেছেন। ফিফটি করেছেন রিজওয়ান।
কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/রাত ১১:৪৫