স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের পর গত বছরের ডিসেম্বরে ব্রাজিলের দায়িত্ব ছেড়ে দেন তিতে। এরপর থামতে ছিল তার কোচিং ক্যারিয়ার। প্রায় দশ মাস আবারও এই আঙিনায় নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ৬২ বছর বয়সী এই কোচ। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।
তিতের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি করেছে ফ্লামেঙ্গো। আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি। ২০১৬ সালে ব্রাজিলের দায়িত্ব নেন তিতে। তার কোচিংয়ে ২০১৯ সালে কোপা আমেরিকা জয়ের স্বাদ পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। আগামী ১৯ অক্টোবর ক্রুজেইরো ম্যাচ দিয়ে নতুন অধ্যায় শুরু করবেন তিতে।
কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/রাত ৮:৫৩