খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : আন্তর্জাতিক সাংবাদিকতা ও শান্তিতে নেপাল সরকারের পুরস্কার পেয়েছেন লেখক, গবেষক, ইংরেজি দৈনিক দি ডেইলি গ্লোবাল ন্যাশনের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক ড. মো: মাহবুবুর রহমান। গত ২৯ আগস্ট নেপাল সরকারের পক্ষ থেকে শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী সরাত সিং ভান্ডারী এ পদক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান সহ নেপাল সরকারের সচিব বৃন্দ। অপর দিকে নেপালের জাগরণ টেলিভিশন ও রেডিও-র পক্ষ থেকে আন্তর্জাতিক মিডিয়া পদক প্রদান করেন প্রতিষ্ঠিানের চেয়ারম্যান নেপালের সংসদ সদস্য বিনোদ পাহাড়ী ও নেপাল সরকারের সিনিয়র সচিব দামুদার পুডাসানি।
জানাগেছে, সাংবাদিক ড. মো: মাহবুবুর রহমান শরীয়তপুর জেলার অধিবাসী। তিনি ২০১৫ সাল থেকে পিএইচডি গবেষক হিসেবে এশিয়ার রাষ্ট্রসমুহের সরকারের সাথে গবেষনা কাজ শুরু করেন। ড. মাহবুব ২০১৮ সালে আমেরিকান ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটি থেকে ঈড়হঃৎরনঁঃরড়হ ড়ভ ঘধঃরড়হধষ ধহফ ওহঃবৎহধঃরড়হধষ ঘএঙং ঝঁংঃধরহধনষব জঁৎধষ উবাবষড়ঢ়সবহঃ ড়ভ ইধহমষধফবংয শীর্ষক গবেষনা করে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।ঢাকা বিশ^বিদ্যালয়ের মেধাবী মুখ সাংবাদিক ড. মো: মাহবুবুর রহমান ইতিপূর্বে পর পর ২বার বাংলাদেশ সরকারের জাতীয় যুব সংগঠক পুরস্কার, জাপানের প্রধানমন্ত্রীর পুরস্কার, নেপালের প্রধানমন্ত্রী পুরস্কার, ভারত সরকারের পুরস্কার, মালয়েশিয়া সরকারের পুরস্কার, ফিলিপাইন সরকারের পুরস্কার, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও জাতিসংঘের পুরুস্কারসহ বিশে^র বিভিন্ন বিশ^বিদ্যালয় থেকে একাধিক আন্তর্জাতিক পদক লাভ করেন।