এসময় ২৬৪ নং ভূয়াছড়ি মৌজার হেডম্যান কীর্তিমান চাকমা’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমার সহধর্মিনী নন্দিতা চাকমা,খাগড়াছড়ির সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, প্রফেসর বৌধিসত্ব দেওয়ান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা, খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম, ডাঃ আশুতোষ চাকমা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি ও খাগড়াছড়ি জেলা সাংবাদিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক জীতেন বড়ুয়া, কমলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমলছড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
উক্ত সংবর্ধনা কালে অতিথিরা বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা’র শৈশব স্মৃতি এবং পড়াশোনার কৃতিত্ব তুলে ধরেন। সুপ্রদীপ চাকমা কমলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করেন। তিনি ১৯৮৫ সালে ৭ম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ পান। তিনি দীর্ঘ চাকরি জীবনে ভিয়েতনামসহ বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২০ সালে অবসর গ্রহণ করেন। সর্বশেষ চলতি বছর ২০২৩ সালে ২৭ জুলাই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ লাভ করেন।প্রধান অতিথি,র বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা বলেন, সৃষ্টি কর্তার উপর বিশ্বাস রেখে জীবনে প্রতিষ্ঠিত হতে হলে প্রথমে তার লক্ষ্য নির্ধারণ করতে হবে। এবং কাজ করে যেতে হবে। সুশিক্ষিত হতে হবে। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্টিদের শিক্ষা, আর্থসামাজিক উন্নয়নে যা করা প্রয়োজন সেই বিষয়ে গুরুত্ব দিবেন বলেন জানান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা ।
কিউএনবি /অনিমা/০১.০৮.২০২৩/রাত ৮.০১