এম,এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মৃত মায়ের আত্মার শান্তির জন্য ২ হাজার ফলজ গাছের চারা বিতরণ করেছেন এক প্রবাসি শিক্ষিত যুবক। প্রবাসি যুবকের ধারনা যদি অল্প কিছু চারাও পরিপূর্ণ গাছে পরিনত হয়ে ফুল ফল দেয় তাহলে পৃথিবীর প্রাণীকুল উপকৃত হবে। আর এ থেকে সদকায়ে জারিয়া হিসেবে তার মৃত মাসহ আত্মীয় স্বজনরা শান্তি পাবে। চীনা প্রবাসি শিক্ষিত যুবকের নাম সাইফুল্লাহ (৩০)। তিনি উপজেলার সিংহঝুলি ইউনিয়নের গরিবপুর গ্রামের কৃষক তবিবর রহমানের ছেলে। কয়েক বছর আগে লেখাপড়ার জন্য চীন দেশে যান তিনি। বর্তমানে লেখা পড়া শেষ করে সেখানে একটি কো¤পানিতে চাকরি করছেন।
সাইফুল্লার পিতা তবিবর রহমান জানান, তার এক ছেলে ও এক মেয়ে। দুই ভাইবোনের মধ্যে সাইফুল্লাহ বড়। তার সংসার ছেলে মেয়ে ও স্ত্রী নিয়ে সুখেই কাটছিল। কিছুদিন পূর্বে আমার পিতা মতিয়ার রহমান মারা যান। কিছুদিন পরই আমার স্ত্রী নুরজাহান ক্যান্সারে আক্রান্ত হন। সুখের সংসারে নেমে আসে কালো মেঘের ছায়া। অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেনি প্রাণের প্রিয়তমা স্ত্রীকে। সাইফুল্লাহ তখন চীনে লেখাপড়া করছিল। ছেলে এখন চাকরি করে। মেয়ে একটি মাদ্রাসায় লেখা পড়া করে। তার পরামর্শে ও অর্থে নার্সারী করেছিলাম। এখন ছেলে বলছে তার মা ও দাদার আত্মার শান্তির জন্য চারাগুলো বিনামূল্যে মানুষের মাঝে বিতরণ করে দেওয়ার জন্য।
তার নার্সারীতে ২ হাজার ৩শ মাল্টা গাছের চারা ছিল। যার সবগুলোই তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করেছেন। ২ হাজার ৩শ চারার বর্তমান বাজার মূল্য কম পক্ষে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। তবিবর রহমান ও তার ছেলের বক্তব্য কর্মজীবনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও রয়েছে। তাছাড়া সমাজ ও পরিবেশের উপকার হবে অন্য দিকে সদকায়ে জারিয়া হিসেবে দান হবে। বৃহ¯িপতবার তবিবর রহমানের দেওয়া চারা পৌরশহরের চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধ্য মাল্টা ও লেবুর চারা মিলে প্রায় চারশো ফলজ চারা বিতরন করা হয়। ছাত্রছাত্রীরা খুবই আগ্রহের সাথে চারাগুলো বাড়িত নিয়ে যায়।
চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালেয়র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামছুন নাহার বলেন, আমরা ইতিপূর্বে সরকারী বেসরকারী বিভন্ন সংস্থা থেকে কিছু কিছু চারা পেয়েছি যার পরিমান হাতেগোনা কয়েকটি, তবে এ বছর তবিবর রহমান ভাইয়ের দেওয়া বিপুল পরিমান ফলজ গাছের চারা প্রতিটি শিক্ষার্থীর হাতে তুলে দিতে পেরে খুবই ভাল লাগেছে। গাছ লাগানো প্রতিটি ধর্মেই একটি পূণ্যের কাজ সে কারণে আমার বিশ্বাস তবিবর রহমানের পুরো পরিবারই এর সুফল পাবেন।
একই দিন চৌগাছা কামিল মাদরাসার শিক্ষার্থীদের মাঝেও প্রায় সাড়ে তিনশো চারা বিতরণ করা হয় । জানেত চাইলে মাদ্রাসার অধ্যক্ষ মাও.আব্দুল লতিফ বলেন, গাছ লাগানো ইসলাম ধর্মে একটি সদকায়ে জারিয়া। কোন মানুষ গাছ লাগালে সেই গাছের ফল মানুষ,পশু-পাখি যেই খাবে তার প্রতিদান দানকারী দুনিয়া আখেরাতে পাবেন। আমরা দোয়া করি দানকারীর পরিবারের মৃত স্বজনরা যেন কবরে শান্তিতে থাকেন।
চীন থেকে সাইফুল্লাহ মোবাইল ফোনে বলেন, আমার মৃত মা ও দাদার জন্য আপনারা সবাই দোয়া করবেন। একদিন সবাইকে চলে যেতে হবে, কিন্তু তার মাঝে কিছু কর্ম রেখে যেতে পারলে মানুষ উপকৃত হবে, সেই সাথে আমার মৃত মা ও দাদার আত্মার শান্তি পাবে। এজন্যই আমি আমার পিতাকে চারাগুলো বিতরণ করতে বলেছি।
কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০০