ডেস্ক নিউজ : কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ঝন্টুকে সভাপতি ও অ্যাডভোকেট দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির ১১১ জনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে ঢাকায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন দলের মহাসচিব ও সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু।
জেলা জাতীয় পার্টির নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম ঝন্টু তথ্যটি নিশ্চিত করে জানান, পার্টির চেয়ারম্যান জিএম কাদের সিরাজগঞ্জ জেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন। বুধবার দুপুরে দলের মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু নতুন এ কমিটি ঘোষণা করেন।
কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৩,/রাত ৮:০২