ডেস্ক নিউজ : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রাতে ভোট হয়েছে বলে একটি গোষ্ঠী গুজব রটায়। তিনি বলেন, আমি তিনবার নির্বাচন করেছি। এমনটি হয়েছি দেখিনি। মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেয়। ভোট কারও কাছ থেকে জোর করে আনা যায় না। এটা স্বাধীন দেশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী আঞ্চলিক গণহত্যা দিবস উপলক্ষে শ্রীরামমী হাই স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশে পরিকল্পনামন্ত্রী মান্নান বলেন, আসুন নির্বাচনে, মানুষের প্রতি আস্থা রাখুন। বাংলাদেশ আমাদের সবার। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। বিশৃঙ্খলাকারী কাউকে মানুষ পছন্দ করে না। তিনি বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে। কেউ কেউ দণ্ডিত হয়ে বিদেশে বসে এ দেশ পরিচালনা করতে চায়। দেশ পরিচালনা করতে হলে দেশে আসতে হবে। দেশের মানুষ তাদের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে কারা দেশের উন্নয়নে এবং জনগণের সুখ-দুঃখে পাশে থেকে রাষ্ট্র পরিচালনা করবেন।
শ্রীরামসী শহিদ স্মৃতি সংসদের সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক হাসান মোরশেদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, শ্রীরামসী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাজের আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, শ্রীরামসী স্মৃতি সংসদের সাবেক সভাপতি বাবুল মিয়া প্রমুখ। পরে গণহত্যায় নিহত শহীদ পরিবারের সদস্যদের মধ্যে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন অতিথিরা।
কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৪২