শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় দুই এইচ এস সি পরীক্ষার্থী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ১ জন নিহত ও ১ জন মারাত্বক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে শার্শার সাড়াতলা তেবাড়িয়া নামক স্থানে। নিহত মাহিদ হাসান (১৯) শার্শার বেলতা গ্রামের বিদেশ প্রবাসী মোঃ রব্বানীর ছেলে। আহত নিয়াজ আহম্মেদ (১৯) শার্শার শিববাস গ্রামের ম্ঃো বিপুল হোসেনের ছেলে। নিহত মাহিদ ও আহত নিয়াজ দু জনেই শার্শার পাকশিয়া আইডিয়াল কলেজের এইচ এস সি (ভকেশনাল) বি এম শাখার পরিক্ষার্থী।
সূত্রে জানা গেছে, চলতি ২০২৩ সালের পাকশিয়া আইডিয়াল কলেজ থেকে এইচ এস সি (ভকেশনাল) বি এম শাখার পরিক্ষার্থী ২জন বন্ধু বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল করে নাভারন ডিগ্রি কলেজে পরীক্ষা দিতে এসেছিলো। পরীক্ষা শেষে আবারো মোটরসাইকেল করে ২ বন্ধু বাড়ি ফিরছিলো। বাড়ি ফেরার পথে মোটরসাইকেল চালক নিয়াজ আহম্মেদ নাভারন কাশিপুর সড়কের শার্শার সাড়াতলা তেবাড়িয়া নামক স্থানে পৌছালে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি মেহগনি গাছে ধাক্কা দেয়। ঘটনা স্থলে গাছের সাথে ধাক্কা লেগে চালক মাহিদ হাসান ও নিয়াজ আহম্মেদ মারাত্বক আহত হয়।
স্থানীয়রা তাৎক্ষনিত আহত দু জনকে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মাহিদ হাসানকে মৃত ঘোষনা করেন। অপরদিকে গাড়ির চালক নিয়াজ আহম্মেদ এর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৩০