ডেস্ক নিউজ : প্রশ্ন: আমি শুনেছি যে শরিয়তের বর্ণনায় চুলে রং করা যাবে। এখন আমার প্রশ্ন হলো, কোন রং মহিলাদের চুলে ব্যবহার করা হারাম? কোনগুলো ব্যবহার করা হালাল?
–আরিফা সুলতানা, ঢাকা।
উত্তর: যদি কারো চুল সাদা হয়ে যায় তাহলে পুরুষ হোক বা নারী তার জন্য চুলে নিকষ কালো রং ছাড়া অন্য যেকোনো রং ব্যবহারের অনুমতি আছে। কিন্তু বর্তমানে কালো চুলকেই রঙিন করার যে প্রচলন শুরু হয়েছে তা ইসলামে স্বীকৃত নয়। এজাতীয় কোনো রং চুলে ব্যবহারের অনুমতি নেই।
(মুসলিম, পৃষ্ঠা ৯৪০, আবু দাউদ, পৃষ্ঠা ৭৯৯, মিরকাতুল মাফাতিহ : ৮/২৭৬, রাদ্দুল মুহতার : ৬/৪২২, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ১৫/৩৫০)
কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৩,/সকাল ১১:০৫