বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে মো. শাহজাহান (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। ওই গ্রামের জালু মিয়ার ছেলে শাহজাহান পেশায় কৃষক। একই সময়ে ওই ইউনিয়নের খেওয়াই গ্রামে বজ্রপাতে তিনটি গরু মারা গেছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে মাঠে কাজ করতে থাকা শাহজাহান বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। একই সময়ে মাঠে ঘাস খাওয়া অবস্থায় বজ্রপাতে খেওয়াই গ্রামের মন মিয়া নামে এক কৃষকের তিনটি গরু মারা যায়।
কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৩,/সকাল ১১:৩৯