বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : “প্লাস্টিক দুষন সমাধানে সামিল হই সকলে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন করেছে বে-সরকারী প্রতিষ্ঠান সিডিএ।
বেলা ১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে জনসংগঠন ঐক্য পরিষদ বিরল- বোচাগঞ্জের আয়োজনে র্যালী, আলোচনা সভা ও দরিদ্র মানুষের মাঝে উন্নত জাতের আম গাছের চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন।
এসময় আঞ্চলিক সমন্বয়কারী সিডিএ বিরল-বোচাগঞ্জ অঞ্চল মোঃ কামারুজ্জামান, জনসংগঠন ঐক্য পরিষদ বিরল- বোচাগঞ্জের সভাপ্রধান মানিক অধিকারী, জেলা ভূমিহীন সমন্বয় পরিষদ এর সদস্য বাদশা আলম, ভূমিহীন সমন্বয় পরিষদ বোচাগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপ্রধান স্বপ্না অধিকারী, গ্রাম সহায়ক শাহীনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:৩৫