মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে বিয়ের দাবিতে প্রেমিক আকরাম হোসেনের বাড়িতে অবস্থান করে অনশনে বশেছে সুমনা খাতুন (১৫) নামের ১০ম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রী। দীর্ঘ ১৮ ঘন্টা অনশনের পরে মঙ্গলবার বিকেলে উভয়ের বিয়ে দিয়ে দিয়েছেন পরিবারের সদস্যরা। উপজেলার আব্দুলপুর এলাকার পুকন্দা গ্রামে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থাণীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন। প্রেমিক আকরাম হোসেন ওই গ্রামের আফসার হোসেনের ছেলে এবং সুমনা খাতুন একই গ্রামের সুমন ইসলামের মেয়ে ও মিল্কিপাড়া গার্লস স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী।
অনশনে বসা সুমনা খাতুন ও স্থাণীয়রা জানায়, আকরাম হোসেন ও সুমনা খাতুনের মধ্যে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক রয়েছে। এ সম্পর্কের জেরে গত সোমবার (২২ মে) রাত ৯ টার দিকে সুমনা খাতুন প্রেমিক আকরাম হোসেনের বাড়িতে এসে তাদের বিয়ের দাবিতে অনশনে বসে। বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার দুপুরে পারিবারিকভাবে তাদের বিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। পরে দুই লক্ষ টাকা মহরানায় তাদের বিয়ে দেয়া হয়।
কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৩,/বিকাল ৪:২৮