আশুলিয়া ঢাকা প্রতিনিধি : ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ । রোববার সকাল ৮টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি ও আশুলিয়া থানা কমিটির পক্ষ থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বাবু সুবল কুমার ঘোষ ও আশুলিয়া থানা কমিটির সভাপতি আশীষ চন্দ্র নাগের যৌথ নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকার, সিনিয়র সহ-সভাপতি ভজন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, কোষাধক্ষ্য মনীন্দ্র চন্দ্র সরকারসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।