আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বাখমুতে রাশিয়ার পক্ষে লড়াই করছে ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের সেনারা। ইউক্রেনের সঙ্গে লড়াইয়ে প্রতিদিন মারা যাচ্ছে অনেক সেনা। সেই ক্ষতি পুষিয়ে নিতে এবার নতুন সেনা নিয়োগের পথে হাঁটলো ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। এ জন্য রাশিয়ার ৪২ শহরে নিয়োগ কেন্দ্র খুলেছেন তিনি। এ ঘটনায় শুক্রবার এ কথা জানান প্রোগোজিন। খবর আল-জাজিরার।
ওয়াগনার ভাড়াটেরা বাখমুতের নিয়ন্ত্রণ লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। শহরটিতে সাত মাসের বেশ সময় ধরে লড়াই চলছে। সামাজিক মাধ্যমে শুক্রবার একটি আলাদা পোস্টে প্রিগোজিন বলেন, বাখমুত ঘিরে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। এটি যাতে না ঘটে তার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।
কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/রাত ৮:৫৮