ডেস্ক নিউজ : নদী নেবে, কে নেবে নদীকে? নদীকে জড়িয়ে নেওয়ার কথা তার দুই কূলের মানুষের। যে নদীকে অবলম্বন করে গড়ে উঠেছে সভ্যতা, সেখানকার সভ্য মানুষদের। কিন্তু নদীকে যারা নেয় তারা আসলে দখল করে নেয় নদীকে, তারপর হত্যা করে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ হারানো নদীপথ ও নদী রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছে। তারা নদীকে তুলে দিতে চায় নদীপ্রেমিক মানুষের কাছে।
ছবির আকার : দৈর্ঘ্য ১৫ ফুট, উচ্চতা ১০ ফুট
তারিখ : ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৩
সময় : বিকেল ৩টা
প্রধান অতিথি : কমোডর গোলাম সাদেক, চেয়ারম্যান, বিআইডাব্লিউটিএ
বিশেষ অতিথি : মো. ইসলাম, মেয়র, টেকনাফ পৌরসভা
কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:২৫