বিনোদন ডেস্ক : অঙ্কিতা চক্রবর্তী টেলিভিশন এবং বড়পর্দার জনপ্রিয় মুখ। বর্তমানে জনপ্রিয় একটি ধারাবাহিকে মুখ্য চরিত্রে কাজ করছেন। অন্যদিকে অনুভব কাঞ্জিলাল তার অভিনয় জীবনে হাতেখড়িটা বড়পর্দা দিয়েই শুরু করেছেন। কাজ করছেন ওয়েবেও। অনুষ্কাকেও দেখা গিয়েছে বড়পর্দায়। ছিটমহলের গল্পে এই তিন শিল্পী নিজেদের ভিন্নভাবে দর্শকদের সামনে নিয়ে আসছেন।
সিনেমার গল্পে দেখা যাবে, মধ্যরাতে তিনজন বন্দুকধারী এবং একজন নারী অ্যাম্বুলেন্স হাইজ্যাক করে। তারা সরকারের কাছে তাদের কথা শোনাতে চায়। অ্যাম্বুলেন্সে বন্দি করা হয় এক অন্তঃসত্ত্বা নারী আর তার স্বামীকে। রোমাঞ্চকর ঘাত-প্রতিঘাত, উত্থান-পতনের সঙ্গে সামাজিক-রাজনৈতিক ভণ্ডামির গল্প বলবে এই ছবি।
পরিচালকের কথায়, বাস্তববাদ, পরাবাস্তবতা এবং জাদু বাস্তবতার মিশ্রণে এই ছবিটি দর্শকদের জন্য আকর্ষক ভিজ্যুয়াল ট্রিট হবে। যা উপভোগ করবেন দর্শক। সুমনা কাঞ্জিলাল, এবং অংশুমান ব্যানার্জীর সৃজনশীল সৃষ্টির সাথে, শুভদীপ নস্কর পর্দায় আরেকটি মনোমুগ্ধকর চিত্রকর্ম তৈরি করতে ক্যামেরা নিয়ে প্রস্তুত। অমিত ঈশান দর্শকদের মন্ত্রমুগ্ধ করার জন্য ব্যাকগ্রাউন্ড স্কোর বাধবেন। তবে গান কোন শিল্পী গাইবেন, তা এখনও ঠিক হয়নি। আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ‘দাফান’ ছবির শুটিং।
কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০৮