রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:৪৫ অপরাহ্ন

শিব চতুর্দশীতে চন্দ্রনাথ মন্দিরে ভিড়ের চাপে ৫ পুণ্যার্থী আহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলায় পাহাড় থেকে নামতে গিয়ে ভিড়ের চাপে পড়ে পাঁচজন পুণ্যার্থী আহত হয়েছেন। রোববার দিবাগত রাতে চন্দ্রনাথ মন্দিরে উঠা-নামার পথে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- বীনা দাস (৪৮), লিপি কর্মকার (৩২), কমলা কর্মকার (৪০), সুশেন দাস (৩০) ও চম্পা হাওলাদার (৪৪)। তাদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।

সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে চন্দ্রনাথ মন্দির পাহাড় থেকে নামার পথে ভিড়ের চাপে সিঁড়ি ভেঙে দুজন মারা যাওয়ার গুজব ছড়িয়ে পড়লে পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর পাহাড়ে ওঠা ও নামার পথ বন্ধ করে দেওয়া হয়। এ সময় ভিড়ের চাপে পড়ে গিয়ে পাঁচজন আহত হন।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ২০০ ফুট ওপরে পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ ধামকে ঘিরে শুক্রবার থেকে সীতাকুণ্ডে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা শুরু হয়। প্রতিবছর এ মেলা তিন দিনের হলেও এবার তিথির কারণে চার দিন মেলা চলবে। রোববার ছিল এ মেলার তৃতীয় দিন। এ উপলক্ষে দেশ -বিদেশের  অন্তত ১৫-২০ লাখের বেশি পুণ্যার্থীর সমাগম হয়েছে।

সঞ্জয় চৌধুরী নামের এক পুণ্যার্থী জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে চন্দ্রনাথ ধাম থেকে সিঁড়ি বেয়ে নিচে নামার পথে শুনতে পান ভিড়ের চাপে সিঁড়ি ভেঙে পড়ে দুই তীর্থযাত্রী নিহত হয়েছেন। এরপর ওই পথে ওঠা-নামা বন্ধ হয়ে যায়। অন্যদিকে ওপরের মানুষের ভিড়ের কারণে ওপরের দিকেও উঠতে পারছিলেন না তিনি। সকালে ইকোপার্কের রাস্তা দিয়ে চলাচল উন্মুক্ত করার পর বিকল্প পথ ধরে নিচে নেমে আসেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ দৈনিক জানান, পাঁচ-ছয়জন গুরুতর আহত পুণ্যার্থীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া মেলা এলাকায় তাদের অস্থায়ী মেডিকেল ক্যাম্পে অসুস্থ যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, এবার মানুষের ভিড় অনেক বেশি ছিল। এত বেশি ভিড় আগে কখনো হয়নি। পাহাড় থেকে নামার পথে খাড়া সিঁড়ি বেয়ে নামতে হয়। ফলে দুর্ঘটনা এড়াতে তারা নামার পথ বন্ধ করে দিয়েছেন। পরে সীতাকুণ্ড ইকোপার্ক হয়ে বিকল্প পথে পুণ্যার্থীদের নামিয়ে আনা হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:০১

সম্পর্কিত সকল খবর পড়ুন..

আর্কাইভস

April 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2022
IT & Technical Supported By:BiswaJit
themesba-lates1749691102