মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর)প্রতিনিধি : নাটোরের লালপুরে পৃথক অভিযানে ১ হাজার ৩৫ লিটার চোলাইমদ ও ২৪ বোতল ফেন্সিডিলসহ ৫ জনকে আটক করেছে র্যাব। র্যাব জানায়, র্যাব-৫ সিপিসি নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এর নেতৃত্বে বৃহস্পতিবার রাতে উপজেলার কালুড়াড়া গ্রামে অভিযান চালিয়ে ২৪ বোতল ফেন্সিডিল সহ ঈশ্বরদীর চর রুপপুর গ্রামের রাসেল করিম (৪৫), শাহপুর গ্রামের রকি রায়হান রকি (২৩),মানিক হোসেন (২৭) নামের তিন জনকে আটক করা হয়।
এ সময় একটি মোটরসাইকে ও নগদ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়। আপরদিকে ওই একই দিন উপজেলার মাঝগ্রাম (কানুমোড়) ও দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে ১ হাজার ৩৫ লিটার চোলাইমদ সহ মাঝগ্রামের রানা মালিথা (২৬), দুর্গাপুর গ্রামের শ্যামল কুমার সিং (৩৭) নামের দুইজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা হয়েছে।
কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৪০