শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

লালমনিরহাটে উদ্ভুট পরিস্থিতি নিয়ে জেলা বিএনপির সংবাদ সম্মেলন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের মহেন্দ্রনগরে উদ্ভুত রাজনৈক পরিস্থিতিকে কেন্দ্র করে এক সংবাদ সম্মেলন জেলা বিএনপি লালমনিরহাট। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়স্থ লালমনিরহাট পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা। লিখিত বিএনপির সাধারণ সম্পাদক বক্তব্যে বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গত ১১ ফেব্রুয়ারী ২০২৩ শনিবার লালমনিরহাট সদর উপজেলার সকল ইউনিয়নে গণ পদযাত্রা কর্মসূচী পালিত হয়। মহেন্দ্রনগর ইউনিয়নে কর্মসূচী পালন করার প্রস্তুতি গ্রহণের প্রাক্কালে শান্তি সমাবেশের নাম করে আওয়ামী লীগ পুলিশের নাকের ডগায় বিএনপিথর কর্মসূচীতে বর্বরোচিত হামলা চালায়।

এ বিষয়ে জেলা বিএনপিথর পক্ষ থেকে সেদিনের ঘটনার বিবরণ তুলে ধরে তিনি আরও বলেন, আওয়ামী লীগ-এর শান্তি সমাবেশ হারাটি বন্দরে মঞ্চ করে অনুষ্ঠিত হওয়ার কথা, অথচ বুড়িরবাজারে সশস্ত্র মিছিল ছিল তাদের পূর্ব পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত। তাদের কর্মসূচি ছিল শান্তি সমাবেশের, কিন্তু তারা সমাবেশ না করে অশান্তি সৃষ্টি করার জন্য শান্তি প্রিয় বিএনপি নেতা-কর্মীদের উপর সশস্ত্র আক্রমন চালায়। সেখানে সশস্ত্র অবস্থায় শতাধিক মটর সাইকেলে লালমনিরহাটের আলোচিত একটি সন্ত্রাসী গ্রুপও যোগ দেয়।

পুলিশ সুপার এবং পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ ব্যাপক পুলিশের উপস্থিতিতে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি অফিস ভাংচুর এবং ব্যাপক লুটতরাজ করে। ঘটনাস্থলে পুলিশ বাহীনির সদস্যরা নীরব ভূমিকা পালন করে। পরে তারা মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল-এর বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র (রামদা, বেকি, ক্রিচ) নিয়ে ভাংচুর করে এবং ব্যাপক লুটপাট করে। এসময় তারা চেয়ারম্যানের বাড়িতে থাকদ ১২/১৩ টি মটর সাইকেল ভাংচুর করে যার ভিডিও ফুটেজ রয়েছে।

মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডলের বাড়ী ভাংচুরের পর ফেরার পথে হোসেন মেকার, শহিদুল কাজী, মজিদুল রহিম ও মোশারফকে চরম ভাবে মারপিট করে এবং দোকানপাট লুট ও অগ্নিসংযোগ করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে যে কয়েকটি মামলা হয়, তার একটি মামলার বাদী রাকিব হাসান। সে তার দাখিলকৃত মামলার যে গরু চুরির কথা বলেছে, সেই গরু তারই শশুর মোফাজ্জলের বাড়ী কুড়িগ্রাম জেলার সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের প্রভাব মৌজা থেকে পুলিশ উদ্ধার করে, যা এখন লালমনিরহাট সদর থানার পুলিশ হেফাজতে রয়েছে। (অডিও ক্লিপ রয়েছে)।

অপর আর একটি মামলার বাদী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল। বুড়ির বাজারে তার কোনো দোকান নেই। অথচ সে এজাহারে দোকানপাট লুট ও অগ্নিসংযোগের কথা বলে। কোনো দোকানদার এ ব্যাপারে বিএনপির নেতা-কর্মীদের নামে কোনো অভিযোগ করে নাই। এতেই প্রমাণিত হয় অভিযোগটি ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। আমাদের কাছে তথ্য আছে যে, কথিত একটি জুটমিলে গত কয়েকদিন ধরে এই ষড়যন্ত্রের নীলনকশা তৈরী করা হয়।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের দায়িত্বশীল পদে থাকা একাধিক নেতা ও ভোট চোরের এমপি বিএনপিথর লোকজনকে দেখা মাত্র শেষ করে দেওয়ার হুমকি প্রদান করে। এ থেকে প্রমাণিত হয় আওয়ামী লীগ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এ ঘটনাটি বিশ্লেষণ করলে এটা প্রমানিত হয় যে, বিএনপিথর শান্তিপূর্ণ গণ পদযাত্রা কর্মসূচীকে বিতর্কিত করার জন্য আওয়ামী লীগ পরিকল্পিতভাবে একের পর এক ঘটনার জন্ম দিয়েছে। এর পরিপেক্ষিতে ইতোমধ্যে মহেন্দ্রনগর ইউনিয়নে পুলিশ ব্যাপক তল্লাশী চালিয়ে নিরীহ জনসাধারণকে গ্রেপ্তার করছে।

আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ক্ষতিগ্রস্ত দোকানদারগণের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি এবং এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানাচ্ছি। পরে ল্যাপটপের স্কিনে ওই দিনের ঘটনার ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মজমুল হক প্রামানিক, লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit