বিনোদন ডেস্ক : আজ ৪৯-এ পা দিলেন হৃত্বিক রোশন। জন্মদিনেই বিয়ের খবর দিলেন অভিনেতা। সুজানের সঙ্গে বিচ্ছেদের পর সাবাই অভিনেতার জীবনে বসন্তের ছোঁয়া এনে দেন। রীতিমতো প্রেমে হাবুডুবু খাচ্ছেন সাবা-হৃত্বিক। প্রথম থেকে প্রেমিকাকে কখনোই লোকচক্ষুর আড়ালে রাখেননি তিনি। ইতিমধ্যেই লিভ-ইন শুরু করেছেন তারা। নতুন ফ্ল্যাটও কিনেছেন অভিনেতা। খুব শিগগিরই নাকি চারহাত এক হতে চলেছে, জল্পনা ঘনিষ্ঠ মহলে।
সাবাকেই ঘরণী করবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন হৃত্বিক। খুশি রোশন পরিবারও। অভিনেতার ঘনিষ্ঠ মহলের দাবি, সাবার সঙ্গে ভীষণ খুশি তিনি। এ ছাড়া হৃত্বিকের দুই ছেলে রেহান-হৃদানও পছন্দ করেন সাবাকে। এ মুহূর্তে বেশ কিছু কাজ রয়েছে হৃত্বিক-সাবার হাতে। বছর শেষেই কাজের চাপ কমে আসলেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। গোটা পরিবার উপস্থিত থাকবে তাদের বিয়েতে।
সম্পর্কের প্রথম থেকেই রোশন পরিবারের পছন্দের পাত্রীর সাবা। কিন্তু বিয়েতে হৃত্বিকের প্রাক্তন থাকবেন কি না, তা এখন জানা যায়নি। বিয়ে ভেঙে গেলেও দুজনের বন্ধুত্ব এখনও অটুট। সুজানের সঙ্গে ১৪ বছরের দাম্পত্যের ইতি ঘটিয়ে একটা লম্বা সময় সিঙ্গল ছিলেন তিনি। কয়েকজন বলিউড সঙ্গে নাম জড়িয়েছে হৃত্বিকের। যার মধ্যে অন্যতম ছিলেন কঙ্গনা রানাউত। কিন্তু এ প্রসঙ্গে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি হৃত্বিক। তবে এবার মনে হচ্ছে, সাবার সঙ্গেই নতুন জীবনে পা রাখবেন তিনি।
কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০৮