ডেস্ক নিউজ : লক্ষ্মীপুরে বসত বাড়ির চলাচলের রাস্তায় কাঁটাতারের বেড়া দিয়ে ছয় বছর ধরে এক অসহায় পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী শহিদ উল্যা বাবুল সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন। পরে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এর আগে ২০ নভেম্বর শহিদ এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেনের কাছে আটজনের নামে লিখিত অভিযোগ করেন।
শহিদ সদর উপজেলার পশ্চিম করইতলা গ্রামের মৃত মোজাফ্ফর ইসলামের ছেলে। একটি প্রতিবন্ধী মেয়েসহ তার পাঁচ সন্তানের জনক তিনি। ছয় বছর ধরেই স্ত্রী-সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অভিযুক্তরা হলেন খলিলুর রহমান, তার ভাই ছাবিদ উল্যা বেপারী, সফিক উল্যা, ভাতিজা আবদুর রব, ছকু মিয়া, মোহাম্মদ উল্যা, নুরনবী ও নুরুল ইসলাম। শহিদ উল্যা বাবুল জানান, একটি রাস্তা দিয়ে সকলে চলাচল করতাম। কিন্তু ছয় বছর আগে খলিলুর রহমান ও তার ছেলেরা টিনের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেয়। প্রায় এক বছর আগে তারা কাঁটাতারের বেড়া দিয়ে দেয়। এখন আমরা অন্যের বাড়ি দিয়ে চলাচল করি। আমাকে উচ্ছেদ করার লক্ষ্যেই তারা আমাদের অবরুদ্ধ করে রেখেছে।
তবে খলিলুর রহমানের দাবি, কখনই সেখানে রাস্তা ছিল না। শহিদরা মিথ্যা অভিযোগ করছে। শহিদের বাবা মোজাফফর আমাদের কাছে জমি বিক্রি করেছেন। শহিদও বিক্রি করেছেন। তার বসতঘরের ভেতর আমাদের জমি রয়েছে। স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন বলেন, ‘রাস্তা বের করে দেওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু শহিদের প্রতিপক্ষরা প্রভাবশালী, এ জন্য তারা তাকে রাস্তা দিচ্ছে না। উল্টো কাঁটাতারের বেড়া দিয়ে আটকে দিয়েছে। ‘ লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বলেন, ‘অভিযোগটি পেয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ‘
কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৪