শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জ্ঞানের দীব্য আলোয় আলোকিত হোক প্রতিটি মানুষ। আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আয়োজিত দীপাবলি আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আবহাওয়া দূর্যোগের সিত্রাং এর কারণে সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১লা নভেম্বর বেলা ১টা ৩০ মিনিটে লাক্কাতুরা পূজামণ্ডপে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুক্তাক্ষরের প্রতিষ্ঠাতা বিমল করের সঞ্চালনে লাক্কাতুরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিক্রম রায় ও মুক্তাক্ষরের সম্পাদক প্রিয়াশ্রী কর পিউর উপস্থিতিতে আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বুঝে নেন ক বিভাগের প্রথম হওয়া বৃষ্টি মুদি,২য় প্রান্ত বাহাদুর, ৩য় স্পর্শ দাস। খ বিভাগের ১ম সুনিতা লোহার, ২য় রনি আচার্য, ৩য় বিজয় লোহার।
কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০০