জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “সময়ের অঙ্গীকার,কন্যাশিশুর অধিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৪অক্টোবর ২০২২ইং)সকাল সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপজেলা কর্মকর্তা মোঃ ওবায়দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম।
এসময়,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের পুরুষ ভাইস-চেয়ারম্যান মো:আনিছুজ্জামান ডালিম, উপজেেলা পরিষদর মহিলা ভাইস-চেযারম্যান হাসিনা বেগম, মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক মো:সাদ্দাম হোসেন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো:শেখ আশরাফ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো:রুবায়েত তামিম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো:জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো:মঞ্জুর মোর্শেদ খান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো:শরিফুল ইসলাম বিদ্যুৎ সহ কিশোর কিশোরী ক্লাবের শিক্ষকগন উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/০৪.১০.২০২২/সন্ধ্যা ৬.০৭