খাগড়াছড়িতে ৪’শ নারী-পুরুষের মাঝে মহিলা এমপি বাসন্তী চাকমার খাদ্য সামগ্রী বিতরন।
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
১৭৮
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাল প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পূজার আনন্দ যেন সবাই উপভোগ করতে পারে সেজন্য জাতীয় সংসদের ৯নং সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মিজ বাসন্তী চাকমা এমপি দুস্থ অসহায় হতদরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছেন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর ২০২২ইং) বিকাল ৩টার দিকে খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গনে মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক নির্মল দেব এর সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় সংসদের ৯নং সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মিজ বাসন্তী চাকমা এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৪’শ জন নারী-পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০কেজি মিনিকেট চাল,১লিটার তেল, ডাল ১কেজি অন্যান্য ভোগ্যপণ্য সহ প্রতি প্যাকেটে ১৭ কেজি শুকনা খাবার রয়েছে। কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরে দপ্তর সম্পাদক প্রভাত তালুকদার এর সঞ্চালনায় খাগড়াছড়ি কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দিরের পুজা উদযাপন কমিটির সভাপতি স্বপন চৌধুরী,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরে সহ- সাধারণ সম্পাদক আশীষ ভট্রাচার্য্য, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ৯নং সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মিজ বাসন্তী চাকমা এমপি বলেন দুর্গাপূজা শুধু হিন্দুদের নয় দুর্গাপূজা সকলের। দুর্গাপূজা শুধু হিন্দুদের নয় দুর্গাপূজা সকলের। ধর্ম যার যার রাষ্ট্র সবার। উৎসব সবার। সবাইকে সজাগ থাকতে হবে আমাদের আনন্দ উৎসব যেন কোন দুষ্কৃতিকারী নষ্ট না করতে পারে।আমাদের যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে শারদীয় দুর্গাপূজা সকলে যেন শান্তিপূর্ণভাবে শেষ করতে পারি। খাগড়াছড়ি জেলার সকলকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানান তিনি।
কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮