জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পথশিশুদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেছে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (২৮সেপ্টেম্বর ২০২২ইং) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)এর আয়োজনে পুনাক কার্যালয়ে পথশিশুদের নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেন খাগড়াছড়ি জেলা পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী তিনি নিজ হাতে তাদের কেক খাওয়ান শুধু কেক নয়, তাদের মাঝে উন্নতমানের খাবার, মিষ্টি ও নানা ধরনের ফল বিতরণ করেন।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশুদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে শিশুদের নিজ হাতে কেক খাওয়ান।খাগড়াছড়ি পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী এর মানবিক চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ জানান খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম।এসময় খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)এর নেতৃবৃন্দ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/২৯.০৯.২০২২/বিকাল ৩.২৯