আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজিদ হাসান সিদ্দিকী লিংকন, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন,
উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু, তথ্য মালা পত্রিকার সম্পাদক সুজিত কুমার বসাক, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সবুজ চৌধুরী, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাহের, প্রানী সম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল, পূজা উদযাপন পরিষদ পৌর কমিটির নেতা শুভ কুন্ডু, শুভ অধিকারী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা পরিমল দত্ত, চঞ্চল কুমার প্রমুখ। উল্লেখ্য এবার শেরপুর উপজেলায় মোট ৮৮ মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।
কিউএনবি/অনিমা/২৯.০৯.২০২২/সকাল ১১.৪২