জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার কবাখালী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ শে সেপ্টেম্বর ) সকালের দিকে কবাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকায় বাড়ির পাশে খেলা-ধূলা করতে করতে এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।
রেজাউল করিম জানান,দুপুরের খাবার খাওয়ানোর জন্য খোঁজা খুজির একপর্যায়ে বাড়ি পাশে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখি পরে উদ্ধার করে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা সবাই কবাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড মুসলিমপাড়া এলাকার বাসিন্দা।
নিহতরা হলেন-কবাখালী ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার মোঃ কামাল হোসেন এর ছেলে ফারহান হোসেন বয়স(২) ও একই এলাকার মোহাম্মদ নুর আলমের মেয়ে নুসরাত আক্তার(১৮ )। এ বিষয়ে কবাখালী ইউপি’র চেয়ারম্যান নলেজ চাকমা বলেন, কবাখালী ইউপি’র ১ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর সংবাদ পেয়েছি।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রমেশ চাকমা বলেন, ‘পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুইটি হাসপাতালে পৌছনোর আগেই মারা যায়।
কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০২