জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের ৯নং ওয়ার্ড মুসলিম পাড়া।এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আব্দুল খালেকের বসতবাড়ি থেকে ২কেজি গাঁজাসহ মাদক কারবারি মোঃ আক্তার হোসেন (৩৩)কে গ্রেপ্তার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।রোববার (২৫ সেপ্টেম্বর ২০২২ইং) রাতে মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক (এসআই) মোঃ সাদ্দাম হোসেন ও মাটিরাঙ্গা থানার সহকারি উপ-পরির্দশক মো কামরুল আরেফিন চোধুরী ও সহকারি উপ-পরির্দশক (এএসআই)মোঃ রিয়াজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও রাত্রীকালীন টহল ডিউটি করাকালীন প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানাধীন ০১নং তাইন্দং ইউনিয়নের ০৯নং ওয়ার্ড মুসলিমপাড়াস্হ আব্দুল খালেকের বসতবাড়ির সামনের উঠানে আসামী মোঃ আক্তার হোসেন(৩৩) কে ২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।
আটককৃত মোঃ আক্তার হোসেন (৩৩) তাইন্দং ইউনিয়নের ৯নং ওয়ার্ড মুসলিম পাড়া এলাকার মো:আব্দুল খালেকের ছেলে।মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক যথাসময়ে বিস্তারিত প্রতিবেদনমূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
কিউএনবি/অনিমা/ ২৬.০৯.২০২২/দুপুর ১২.২৮