শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেছেন, রক্ত মানব দেহের একটি গুরুত্বপূর্ণ উপাদান। পূর্ণমাত্রায় রক্ত থাকলে মানব দেহ থাকে সজীব ও সক্রিয়। আর রক্তশূন্যতা বা এনিমিয়া দেখা দিলেই শরীর অকেজো ও দূর্বল হয়ে প্রাণশক্তিতে ভাটা পড়ে। মানুষের রক্তের প্রয়োজনে মানুষকেই রক্ত দিতে হয়। জীবন বাঁচানোর জন্য রক্তদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।গতকাল ২৪ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর মীরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪২৯ বঙ্গাব্দ এর আয়োজনে ও মুজিব জাহান রেড ক্রিসেন্ট সিলেটের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
রক্তদান কর্মসূচীর আহবায়ক ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ এর সভাপতিত্বে ও সদস্য সচিব ব্যাংকার অরুণ কুমার বিশ্বাসের পরিচালনায় রক্তদান কর্মসূচীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দেব, মীরাবাজার শ্রীশ্রী বলরাম জিউর আখড়ার সম্পাদক শ্যামল দেব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভাপতি প্রণব কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাশ, পৃষ্ঠপোষক অমৃত চৌধুরী প্রমুখ।
পরে বেলা এগারটায় মাতৃ সংগীত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন শিক্ষয়িত্রী শাশ্বতী ঘোষ সোমা। শিক্ষক পরেশ চন্দ্র দাশ ও শিক্ষয়িত্রী জয়তী ঘোষ লোনার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক পত্রিকার বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর। দুপুর দেড়টায় মহাপ্রসাদ বিতরণ ও বিকাল তিনটায় শ্রীমা সারদা সংঘ সিলেটের প্রশিক্ষণার্থী শিশু-কিশোরদের অংশগ্রহনে সংঘের সাধারণ সম্পাদিকা কবি বিনতা দেবীর সার্বিক তত্ত্বাবধানে এবং সেবাব্রতী হেপী দেব শিল্পী ও জয়তী ঘোষ লোনার যৌথ পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।বিকাল সাড়ে পাঁচটায় সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবঃ ডিজিএম প্রণব কুমার দেবনাথ।
উপ-কমিটির সদস্য সচিব এপেক্সিয়ান জি ডি রুমুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌসিফ মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের কে সত্যিকারের মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান। তাদেরকে ভবিষ্যতে সুনাগরিক হয়ে দেশ সেবার কাজে আত্মনিয়োগ করতেও বলেন তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ইঞ্জিনিয়ার পি.কে. চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, মহালয়ার প্রধান সমন্বয়কারী সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, মহালয়ার যুগ্ম সমন্বয়কারী এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন, সহ সভাপতি উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, সাধারণ সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাশ।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃত্তিদাতা এডভোকেট বিক্রম কুমার চন্দ, কবি সুমন বনিক, সাধন চন্দ্র নাথ, জন্মেজয় চৌধুরী।আজ অনুষ্ঠানের শেষ দিন ২৫শে সেপ্টেম্বর রবিবার সকাল সোয়া ৮টায় শ্রীমা সারদা সংঘ সিলেটের পরিচালনায় সমবেত চ-ীপাঠ, বিকাল ৫টায় পরিষদের সাংস্কৃতিক সম্পাদক অমিত ত্রিবেদী’র পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় সিলেটের ধর্ম ও সমাজসেবায় দু’জনকে সম্মাননা প্রদান এবং বৃহত্তর সিলেটের চার জেলার চারজন রতœগর্ভা মাকে সম্মাননা প্রদান, ধর্মসভা, অরুণ আলোর অঞ্জলির মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথি থাকবেন ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জয়সওয়াল, সম্মানীত অতিথি ও মূখ্য আলোচক থাকবেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ, বিশেষ অতিথি থাকবেন সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী অধ্যাপক বিজিত কুমার দে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রসূন কান্তি চৌধুরী, পরিষদের প্রধান সমন্বয়কারী সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন।
সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবঃ ডি.জি.এম প্রণব কুমার দেবনাথ ও স্বাগত বক্তব্য রাখছেন পরিষদের সাধারণ সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাশ। ধন্যবাদ জ্ঞাপন করবেন পরিষদের যুগ্ম সমন্বয়কারী প্রফেসর অরুণ চন্দ্র পাল।রাত ৯টায় সুবিধাবঞ্চিতদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি থাকবেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা সভাপতি প্রদীপ কুমার ভট্টাচার্য্য।তিনদিন ব্যাপি মহালয়া উৎসবে সিলেটের দল মত নির্বিশেষে মহাময়ার সকল ভক্ত সজ্জনদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবঃ ডি.জি.এম প্রণব কুমার দেবনাথ ও সাধারণ সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাশ।
কিউএনবি/অনিমা/২৫.০৯.২০২২/রাত ৮.১১