শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি : মগড়া নদী দখল ও দুষণ রোধ শীর্ষক ইস্যু বেইজ ডিস্কাশন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার নেত্রকোনা সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আবদুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি) এর সহযোগিতায় এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এআরএফবির চেয়ারম্যান দিলওয়ার খানের সভাপতিত্বে সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, বেলার ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কার গৌদম চন্দ্র চন্দ, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান, সাংবাদিক আলপনা বেগম, পল্লব চক্রবর্তী, হাওর বন্ধু ইকবাল হোসেন, কৃষিবিদ মুহতাসিম বিল্লাহ প্রমুখ।
কিউএনবি/অনিমা/২৫.০৯.২০২২/সন্ধ্যা ৭.০৭