জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলায় উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা স্টেডিয়ামে জেলা শিক্ষা অফিসার উত্তম খীসার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। খাগড়াছড়ি ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগারি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এর বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কারতুলেদেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম।
কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৩৫