মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় জয়পুরহাট সদর উপজেলার অভ্যান্তরিন জলাভূমি/ বর্ষাপ্লাবিত ধানক্ষেত/ প্লাবনভূমি ও প্রতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চত্ত্বরের পুকুরে এ মাছের পোনা অবমুক্ত করেন জয়পুরহাট-০১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।
এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা মৎস কর্মকর্তা সরদার মহিউদ্দিন ও সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।পরে সদর উপজেলার ১৯ জন মৎস খামারীকে ১৫ কেজি করে মাছের পোনা বিতরণ করা হয়।
কিউএনবি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৭