মেকিনামা
————-
মেকি চেহারাগুলো ধুলো ছিটিয়ে লোক-চোখে
ফাঁকিবাজির খেই সবসময়ই ধোরে রাখতে চায়
কিন্তু কতোকাল আর চালবাজিকে বজায় রাখা যায়
সাতপাঁচ চমোকে সামনে কি পিছনে
হিসেবি মারপ্যাঁচে চালবাজ যে কবে
সামলে নিতে পেরেছে দারুণ চাল চেলে সবটাকে
সুতোরাং মেকিরা লাজ-লজ্জাহীন রোঙিন এ্যাকটা
জবোড়জং ঢং সারাক্ষণই তার মুখাবয়বে
আচার-আচরণে ঝুলিয়ে দিয়ে ঢেকে
রাখতে চায় নিজ মুখটিকে চোটুল
এ্যাকেকটি মুখোশে নিতান্তো দায়ে ঠেকে তবেই
তাদের মুখোশের এই রকোমফেরে শেষ পর্যোন্তো
সব ফেরেববাজি ধরা খেয়ে যেতে বাধ্যো হয়
আশ্চোর্যো! কোনো সংশোধনী কি এ্যারকোম কোনো
প্রোসাধন কখোনো তাদের প্রিয়ো হয় না কোনোকালেই
পুনশ্চ : কবিতায় ব্যবহৃত শব্দসমূহে উচ্চারণের সমার্থক একটি বানানরীতিকে সচেতনভাবেই প্রয়োগের চেষ্টা করা হয়েছে। কাব্যচর্চার স্বাধীনতার আওতায় এটি একটি নিরীক্ষাধর্মী প্রয়াস মাত্র।
কিউএনবি/বিপুল/ ০৫.০৯.২০২২/ রাত ১১.০২