স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে মামুন পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ জানান, এ বিষয়ে এখন কেউ থানায় অবহিত করেনি। তবে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা হবে।
কিউএনবি/অনিমা/১8 অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৭