আন্তর্জাতিক ডেস্ক : কিউবার পশ্চিমাঞ্চলের মাতানজাস প্রদেশে গত শুক্রবার মধ্যরাতে বজ্রপাতে বিস্ফোরিত তেলের ডিপোর আগুন পাঁচ দিন পর বুধবার নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে নিখোঁজ হয়েছেন ১৭ দমকলকর্মী। এ ছাড়া বজ্রপাতে তেলের ডিপোটিতে আগুন লেগে একজন নিহত হয়েছে। দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও ১২১ জন।
ওই এলাকা থেকে এক হাজার ৯০০ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত শুক্রবার মধ্যরাতে বজ্রপাতে আগুন ধরে যায় ওই তেলের ট্যাংকে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। মাতানজাস শহরটিতে এক লাখ ৪০ হাজার মানুষের বসবাস। গত ৬ আগস্ট দ্বিতীয় আরও একটি ট্যাংকে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৩