শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : “গাছ লাগান পরিবেশ বাঁচান, বৃক্ষরোপন অংশ নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। (১০ আগস্ট) বুধবার বিকাল ৫টায় সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ও ১৭নং ওয়ার্ডে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন সুরমা বয়েজ ক্লাবের সাবেক সদস্য প্রবাসী রেহান রাজা নাঈম। বৃক্ষরোপনকালে বক্তারা বলেন, পরিবেশের সুরক্ষায় বেশি বেশি করে বাড়ির আঙ্গিনায় গাছ রোপন করুন। সবুজ গাছপালাই আমাদেরকে দান করে বেঁচে থাকার অপরিহার্য উপাদান অক্সিজেন। যে অক্সিজেন ছাড়া মানুষের এক মুহুর্তও বেঁচে থাকা সম্ভব নয়।
এসময় উপস্থিত ছিলেন, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য অর্নব বাহাদুর, তুষার বাহাদুর, ববি বাহাদুর প্রমুখ।
কিউএনবি/আয়শা/১০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫৫