বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের দক্ষিণ ধর্মনগর গ্রাম থেকে বড় আকারের একটি ব্যাটারী চালিত লাল রঙের অটো রিক্সা শনিবার রাতে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি হওয়া অটোরিক্সার মালিক মোঃ নজরুল ইসলাম, সে দক্ষিণ ধর্মনগর গ্রামের মোঃ মফিজুল ইসলামের ছেলে। ঘটনাস্থল তার নিজ বাড়িতে গিয়ে জানা যায়, প্রতিদিনের মতো নজরুল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তার বাড়ির সামনে ব্যাটারি চালিত অটোরিক্সা টি চার্জে লাগিয়ে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে যায়। ভোররাত আনুমানিক ৩টার দিকে ঘুম থেকে উঠে দেখে যে তার অটোরিকশাটি সেখানে নেই, শুধুমাত্র চার্জারটি সেখানে পড়ে আছে।
কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৮