স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সঙ্গে পাওলো দিবালার সাত বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে। তবে ইতালিরই আরেক ক্লাবে যোগ দিলেন ২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা। দিবালাকে দলে ভিড়িয়েছে এএস রোমা। বিষয়টি আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে রোমা কতৃপক্ষ।
ফ্রি এজেন্ট দিবালা তিন বছরের চুক্তিতে রোমায় এসেছেন। অর্থ্যাৎ ২০২৫ সাল পর্যন্ত রোমার সঙ্গে থাকবেন দিবালা। এই ট্রান্সফারে বড় ভূমিকা রোমা কোচ হোসে মরিনহোর। রোমার প্রজেক্ট নিয়ে বেশ কয়েকবার দিবালার সঙ্গে কথা বলেছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত এই কোচ।
গুঞ্জন ছিল রোমার কিংবদন্তি ফ্রান্সিসকো টট্টির ১০ নম্বর জার্সিটি পরবেন দিবালা। তবে সেটি হচ্ছে না। রোমার হয়ে দিবালা মাঠে নামবেন ২১ নম্বর জার্সি পরে। ২০০৬ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জেতা টট্টি ক্লাব ক্যারিয়ারের পুরোটা সময় কাটিয়েছেন রোমায়। ২০১৭ সালে ফুটবল থেকে অবসরে যাওয়ার আগে টানা ২৫ বছর রোমার হয়ে খেলেছেন।
২০১৫ সালে পালেরমো থেকে জুভেন্তাসে যোগ দিয়েছিলেন দিবালা। জুভেন্তাসের টানা পাঁচ বছরের লিগ শিরোপা জয়ে দিবালার অনবদ্য অবদান ছিল। চারবার কোপা ইতালিয়ার শিরোপার পাশাপাশি জুভেন্টাসকে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে ভূমিকা রেখেছিলেন দিবালা। গত মৌসুমে দীর্ঘদিন ইনজুরিতে থাকা এই তারকা ২৯ ম্যাচে করেছেন ১৩ গোল।
কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২২