মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে পাঁচবিবি ডিগ্রী কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তি’র টাকা ও বাই সাইকেলের চাবি তুলেদেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম। উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৬ জন উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীকে ১ লাখ ৮৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি ও ৩০ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়।
অনুষ্ঠানে এ সময় পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন, পৌর প্রশাসক আব্দুল কাদের ব্যাপারী ও পাঁচবিবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ওবায়েদুর রহমান উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/০৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪