মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প’ এই প্রতিপাদ্যকে নিয়ে জয়পুরহাটে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস ২০২২। বুধবার বেলা ১১ টায় দিবসটি উপলক্ষ্যে জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তর নানা কর্মসূচি পালন করেছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে আলোচনা সভা ও দুগ্ধ শিল্প নিয়ে শিশুদের চিত্রাঙ্কন, কূইজ ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য এড, সামছুল আলম দুদু।
এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, প্রাণিসম্পদ প্রশিক্ষণ কর্মকর্তা ডাঃ খুরশীদ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম রাসেল প্রমুখ।অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুধ খাওয়ানো হয়। এছাড়াও দুগ্ধ শিল্প নিয়ে শিশুদের চিত্রাঙ্কন, কূইজ ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
কিউএনবি/অনিমা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৬